১৫৩৪

পরিচ্ছেদঃ ৮৪. ভুলে যাওয়া নামাযের ওয়াক্ত

১৫৩৪(১). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি নামাযের কথা ভুলে গেলে তা স্মরণ হওয়ার সময়টিই হলো সেই নামাযের ওয়াক্ত।

بَابُ وَقْتِ الصَّلَاةِ الْمَنْسِيَّةِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّلَمِيُّ ، ثَنَا أَبُو ثَابِتٍ ، ثَنَا حَفْصُ بْنُ أَبِي الْعَطَّافِ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ نَسِيَ صَلَاةً فَوَقْتُهَا إِذَا ذَكَرَهَا

حدثنا اسماعيل بن محمد الصفار ، ثنا محمد بن اسماعيل السلمي ، ثنا ابو ثابت ، ثنا حفص بن ابي العطاف عن ابي الزناد عن الاعرج عن ابي هريرة عن النبي - صلى الله عليه وسلم - قال : " من نسي صلاة فوقتها اذا ذكرها

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)