পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৮০(৫). উমার ইবনে আহমাদ ইবনে আলী ইবনে আহমাদ আল-কাত্তান (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়েন এবং তাতে ’সাব্বিহিসমা রব্বিকাল আ’লা সূরা পড়েন। তিনি জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে কিরাআত পড়েছে? এক ব্যক্তি বলল, আমি। তিনি বলেন, তাইতো আমি ধারণা করেছি, তোমাদের কেউ আমাকে জটিলতার মধ্যে নিক্ষেপ করেছে। শো’বা (রহঃ) বলেন, আমি কাতাদা (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, তিনি কি এটা অপছন্দ করেছেন? তিনি বলেন, তিনি তা অপছন্দ করলে নিষেধ করতেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْقَطَّانُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى الظُّهْرَ فَقَرَأَ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) فَقَالَ : " أَيُّكُمُ الْقَارِئُ ؟ " . فَقَالَ رَجُلٌ : أَنَا. قَالَ : " لَقَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا " . قَالَ شُعْبَةُ : فَقُلْتُ لِقَتَادَةَ : أَكَرِهَ ذَلِكَ قَالَ لَوْ كَرِهَ لَنَهَى عَنْهُ