পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪৩(৩). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা’ফার ইবনে আবু তালিব (রাঃ)-কে হাবশায় প্রেরণকালে তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আমি নৌযানে কিভাবে নামায পড়বো? তিনি বলেন, তুমি নৌযানে দাঁড়িয়ে নামায পড়ো যদি না তা থেকে পতিত হওয়ার ভয় থাকে। হুসাইন ইবনে আলাওয়ান (রহঃ) প্রত্যাখ্যাত রাবী।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا جَابِرُ بْنُ كُرْدِيٍّ ، ثَنَا حُسَيْنُ بْنُ عُلْوَانَ الْكَلْبِيُّ ، ثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمَّا بَعَثَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ إِلَى الْحَبَشَةِ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ أُصَلِّي فِي السَّفِينَةِ ؟ قَالَ : " صَلِّ فِيهَا قَائِمًا إلََّا أَنْ تَخَافَ الْغَرَقَ " . حُسَيْنُ بْنُ عُلْوَانَ مَتْرُوكٌ