১৪৪০

পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া

১৪৪০(২১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবনে উমার (রাঃ)-এর সাথে মক্কা থেকে রওয়ানা হলাম। আমরা পথিমধ্যে থাকতেই তার স্ত্রী সফিয়া (রহঃ)-এর মুমূর্ষ অবস্থার খবর এলো। তাই তিনি দ্রুত গতিতে পথ অতিক্রম করেন। সূর্য অস্তমিত হওয়ার পর তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়তেন। কিন্তু ঐ রাতে আমরা ধারণা করলাম যে, তিনি নামাযের কথা ভুলে গিয়েছেন। আমরা তাকে বললাম, নামায (নামাযের ওয়াক্ত হয়েছে)। কিন্তু তিনি সফর অব্যাহত রাখেন। শেষে শাফাক অন্তর্হিত হওয়ার কাছাকাছি হলে তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়েন এবং শাফাক অন্তর্হিত হলে পর দাঁড়িয়ে এশার নামায পড়েন। অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরকালে এভাবেই নামায পড়তাম।

بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، ثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَقْبَلْنَا مَعَ ابْنِ عُمَرَ صَادِرِينَ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ اسْتُصْرِخَ عَلَى زَوْجَتِهِ صَفِيَّةَ فَأَسْرَعَ السَّيْرَ ، فَكَانَ إِذَا غَابَتِ الشَّمْسُ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ، فَلَمَّا كَانَ تِلْكَ اللَّيْلَةُ ظَنَنَّا أَنَّهُ نَسِيَ الصَّلَاةَ فَقُلْنَا لَهُ : الصَّلَاةَ فَسَارَ حَتَّى إِذَا كَادَ أَنْ يَغِيبَ الشَّفَقُ نَزَلَ فَصَلَّى وَغَابَ الشَّفَقُ ثُمَّ قَامَ فَصَلَّى الْعَتَمَةَ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ : هَكَذَا كُنَّا نَصْنَعُ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

حدثنا الحسين بن اسماعيل ، ثنا احمد بن منصور ، ثنا ابن ابي مريم ، ثنا عطاف بن خالد ، حدثني نافع قال اقبلنا مع ابن عمر صادرين من مكة حتى اذا كنا ببعض الطريق استصرخ على زوجته صفية فاسرع السير ، فكان اذا غابت الشمس نزل فصلى المغرب ، فلما كان تلك الليلة ظننا انه نسي الصلاة فقلنا له : الصلاة فسار حتى اذا كاد ان يغيب الشفق نزل فصلى وغاب الشفق ثم قام فصلى العتمة ، ثم اقبل علينا فقال : هكذا كنا نصنع مع رسول الله - صلى الله عليه وسلم

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)