১৩৫৯

পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না

১৩৫৯(১১). আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনুল জামাল (রহঃ) ... আল-ফাদল ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আমাদের বনভূমিতে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসতেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে নিয়ে আসরের নামায পড়লেন। এই অবস্থায় তাঁর সামনে আমাদের কুরের বাচ্চা ও গাধা ছিল। তিনি এ দু’টিকে বাধা দেননি এবং তাড়িয়েও দেননি।

بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ الْجَمَّالِ ، ثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، ثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ عَنِ الْعَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ : أَتَانَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَنَحْنُ فِي بَادِيَةٍ لَنَا فَصَلَّى بِنَا الْعَصْرَ ، وَبَيْنَ يَدَيْهِ كُلَيْبَةٌ وَحِمَارٌ لَنَا ، فَمَا نَهْنَهَهُمَا وَمَا رَدَّهُمَا

حدثنا عبد الله بن محمد بن سعيد بن الجمال ، ثنا علي بن الحسن النيسابوري ، ثنا معاذ بن فضالة ، ثنا يحيى بن ايوب عن محمد بن عمر عن العباس بن عبيد الله عن الفضل بن عباس قال : اتانا رسول الله - صلى الله عليه وسلم - ونحن في بادية لنا فصلى بنا العصر ، وبين يديه كليبة وحمار لنا ، فما نهنههما وما ردهما

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)