পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৭(১). ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযু হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) নিষিদ্ধকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) বৈধকারী। ইবনে আবু দাউদের বর্ণনায় (উযু শব্দের পরিবর্তে) পবিত্রতা শব্দ উক্ত হয়েছে।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، ثَنَا أَبُو سُفْيَانَ السَّعْدِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْقُرَشِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " . وَقَالَ ابْنُ أَبِي دَاوُدَ : " الطُّهُورُ