১২৩৭

পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা

১২৩৭(৩২). উমার ইবনে আহমাদ ইবনে আলী আল-জাওহারী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্তের নামায পড়লেন। নামায শেষ করে তিনি জিজ্ঞেস করেনঃ তোমাদের কেউ কি আমার সাথে কুরআনের কোন অংশ (কিরাআত) পাঠ করেছে? জনতার মধ্য থেকে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাই তো আমি (মনে মনে) বলছিলাম, কি ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে কেন (আমার কি হলো আমার সাথে কুরআন নিয়ে বিবাদ করা হচ্ছে)! যখন আমি নিঃশব্দে কিরাআত পড়ি, তখন তোমরা আমার সাথে কিরাআত পড়ো, আর যখন আমি সশব্দে কিরাআত পড়ি তখন কেউ আমার সাথে কিরাআত পড়বে না।

এই হাদীস কেবল যাকারিয়া আল-ওয়াকার (রহঃ)-ই বর্ণনা করেছেন। তিনি প্রত্যাখ্যাত ও পরিত্যক্ত রাবী।

بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ

حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْجَوْهَرِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَقَارُ ، ثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ ، ثَنَا الْأَوْزَاعِيُّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً ، فَلَمَّا قَضَاهَا ، قَالَ : " هَلْ قَرَأَ أَحَدٌ مِنْكُمْ مَعِي بِشَيْءٍ مِنَ الْقُرْآنِ ؟ " فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : أَنَا يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ؟! إِذَا أَسْرَرْتُ بِقِرَاءَتِي فَاقْرَءُوا مَعِي ، وَإِذَا جَهَرْتُ بِقِرَاءَتِي فَلَا يَقْرَأَنَّ مَعِي أَحَدٌ " . تَفَرَّدَ بِهِ زَكَرِيَّا الْوَقَارُ وَهُوَ مُنْكَرُ الْحَدِيثِ مَتْرُوكٌ

حدثنا عمر بن احمد بن علي الجوهري ، ثنا احمد بن سيار المروزي ، ثنا زكريا بن يحيى الوقار ، ثنا بشر بن بكر ، ثنا الاوزاعي ، عن يحيى بن ابي كثير ، عن ابي سلمة ، عن ابي هريرة ، قال صلى رسول الله - صلى الله عليه وسلم - صلاة ، فلما قضاها ، قال : " هل قرا احد منكم معي بشيء من القران ؟ " فقال رجل من القوم : انا يا رسول الله . فقال رسول الله - صلى الله عليه وسلم - : " اني اقول ما لي انازع القران ؟! اذا اسررت بقراءتي فاقرءوا معي ، واذا جهرت بقراءتي فلا يقران معي احد " . تفرد به زكريا الوقار وهو منكر الحديث متروك

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)