১১৫৮

পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা

১১৫৮(৩১). আবুল কাসেম আল-হাসান ইবনে মুহাম্মাদ ইবনে বিশর আল-কূফী (রহঃ) ... আল-হাকাম ইবনে উমায়ের (রাঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন বদরী সাহাবী। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামায পড়েছি। তিনি রাতের নামাযে, ফজরের নামাযে এবং জুমুআর নামাযে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েছেন।

بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ بِشْرٍ الْكُوفِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ إِسْحَاقَ الْحَمَّارُ ، نَا إِبْرَاهِيمُ بْنُ حَبِيبٍ ، ثَنَا مُوسَى بْنُ أَبِي حَبِيبٍ الطَّائِفِيُّ ، عَنِ الْحَكَمِ بْنِ عُمَيْرٍ - وَكَانَ بَدْرِيًّا - قَالَ : " صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَجَهَرَ فِي الصَّلَاةِ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي صَلَاةِ اللَّيْلِ ، وَصَلَاةِ الْغَدَاةِ ، وَصَلَاةِ الْجُمُعَةِ

حدثنا ابو القاسم الحسن بن محمد بن بشر الكوفي ، ثنا احمد بن موسى بن اسحاق الحمار ، نا ابراهيم بن حبيب ، ثنا موسى بن ابي حبيب الطاىفي ، عن الحكم بن عمير - وكان بدريا - قال : " صليت خلف النبي - صلى الله عليه وسلم - فجهر في الصلاة ب ( بسم الله الرحمن الرحيم ) في صلاة الليل ، وصلاة الغداة ، وصلاة الجمعة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)