পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৫(২৮). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’টি সাকতা (বিরতি স্থান) ছিল। তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়ে বিরতি দিতেন। আবার তিনি কিরাআত পাঠ শেষ করে বিরতি দিতেন। ইমরান ইবনে হুসাইন (রাঃ) এ হাদীস সম্পর্কে দ্বিমত পোষণ করলে সাহাবীগণ এর মীমাংসার জন্য উবাই ইবনে কা’ব (রাঃ)-কে চিঠি লিখেন। তিনি উত্তরে লিখে জানান, সামুরা (রাঃ) সত্য বলেছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ ، ثَنَا عَفَّانُ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ سَمُرَةَ قَالَ : ، كَانَ لَرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَكْتَتَانِ : سَكْتَةٌ إِذَا قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، وَسَكْتَةٌ إِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ ، فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ، فَكَتَبُوا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ؟ فَكَتَبَ : أَنْ صَدَقَ سَمُرَةُ