১০৬৯

পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা

১০৬৯(৩). ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাদের নবীগণকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন (সূর্য ডুবার পর) দ্রুত ইফতার করি, দেরীতে (সুবহে সাদেকের আগে) সাহরী খাই এবং নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) আমাদের বাঁ হাতের উপর ডান হাত রাখি।

بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ

حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، نَا النَّضْرُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أُمِرْنَا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ أَنْ نُعَجِّلَ إِفْطَارَنَا ، وَنُؤَخِّرَ سُحُورَنَا ، وَنَضْرِبَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي الصَّلَاةِ

حدثنا ابن صاعد ، نا زياد بن ايوب ، نا النضر بن اسماعيل ، عن ابن ابي ليلى ، عن عطاء ، عن ابي هريرة ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " امرنا معاشر الانبياء ان نعجل افطارنا ، ونوخر سحورنا ، ونضرب بايماننا على شماىلنا في الصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)