১০৬৪

পরিচ্ছেদঃ ২৫. একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়া

১০৬৪(১). ইয়াহইয়া ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি কি একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়তে পারবে? তিনি বলেন, তোমাদের প্রত্যেকের কি দুইখানা কাপড় সংগ্রহ করার সামর্থ্য আছে? রাবী বলেন, উমার (রাঃ) খলীফা হলে পর এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলল, আমীরুল মুমিনীন! কোন ব্যক্তি কি একখানা কাপড় পরিধান করে নামায পড়তে পারবে? তিনি বলেন, যখন আল্লাহ তোমাদের প্রাচুর্য (ধন-সম্পদ) দান করবেন তখন তোমরাও নিজেদের প্রাচুর্যময় করো (সম্পদ ব্যয় করো)। তারপর সেই ব্যক্তি তার নিকট নিজের পরিধেয় বস্ত্র জমা করে এবং একটি লুঙ্গি ও চাদর পরিধান করে, লুঙ্গি ও জামা পরিধান করে, লুঙ্গি ও আলখেল্লা (ঢিলেঢালা লম্বা জামা) পরিধান করে, পাজামা ও চাদর পরিধান করে, পাজামা ও জামা পরিধান করে, পাজামা ও আলখেল্লা পরিধান করে নামায পড়লো। (অধস্তন) রাবী বলেন, আমার মনে হয় তিনি (উর্ধ্বতন রাবী) আরো বলেছেন, খাটো পায়জামা ও জামা পরিধান করে, খাটো পায়জামা ও চাদর পরিধান করে, খাটো পায়জামা ও আলখেল্লা পরিধান করে সে নামায পড়লো (বুখারী, সালাত, বাব ৯, নং ৩৬৫)।

بَابُ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ

قُرِئَ عَلَى يَحْيَى بْنِ صَاعِدٍ : حَدَّثَكُمْ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، ثَنَا هِشَامٌ الْفِرْدَوْسِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَامَ رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ ؟ قَالَ : " أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ؟! " قَالَ : فَلَمَّا كَانَ عُمَرُ قَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ ؟ قَالَ : إِذَا أَوْسَعَ اللَّهُ عَلَيْكُمْ فَأَوْسِعُوا عَلَى أَنْفُسِكُمْ ، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ فَصَلَّى فِي إِزَارٍ وَرِدَاءٍ ، فِي إِزَارٍ وَقَمِيصٍ ، فِي إِزَارٍ وَقَبَاءٍ ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ " قَالَ : وَأَحْسَبُهُ قَالَ " فِي تُبَّانٍ وَقَمِيصٍ ، فِي تُبَّانٍ وَرِدَاءٍ ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ

قرى على يحيى بن صاعد حدثكم احمد بن المقدام نا يزيد بن زريع ثنا هشام الفردوسي نا محمد بن سيرين عن ابي هريرة قال قام رجل فقال يا رسول الله ايصلي الرجل في الثوب الواحد قال اوكلكم يجد ثوبين قال فلما كان عمر قام اليه رجل فقال يا امير المومنين ايصلي الرجل في الثوب الواحد قال اذا اوسع الله عليكم فاوسعوا على انفسكم جمع رجل عليه ثيابه فصلى في ازار ورداء في ازار وقميص في ازار وقباء في سراويل ورداء في سراويل وقميص في سراويل وقباء قال واحسبه قال في تبان وقميص في تبان ورداء في تبان وقباء

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)