১০৫৪

পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া

১০৫৪(২). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়েছেন। সে একাকী নামায পড়তে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি এই ব্যক্তির সাথে ব্যবসা করতে চাইলে সে যেন তার সাথে নামায পড়ে।

بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْأَسَدِيُّ ، ثَنَا أَبِي ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَامَ يُصَلِّي وَحْدَهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَلْيُصَلِّي مَعَهُ

حدثنا يحيى بن محمد بن صاعد ، ثنا عمر بن محمد بن الحسن الاسدي ، ثنا ابي ، نا حماد بن سلمة ، عن ثابت ، عن انس ، ان رجلا جاء وقد صلى رسول الله - صلى الله عليه وسلم - ، فقام يصلي وحده ، فقال رسول الله - صلى الله عليه وسلم - : " من يتجر على هذا فليصلي معه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)