১০৪৫

পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ

১০৪৫(২). আবদুল ওয়াহ্‌হাব ইবনে ঈসা (রহঃ) ... আল-বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর থেকে ষোল মাস আমরা বায়তুল মাকদিসের দিকে ফিরে নামায পড়েছি। তারপর আল্লাহ তায়ালা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকাঙ্ক্ষা জানলেন, তখন নাযিল হলো, “তোমার বারবার আকাশের দিকে তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফিরাও” (সূরা আল-বাকারাঃ ১৪৪)। অতএব তিনি তাঁকে কা’বার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেন। আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামায পড়ছিলাম, তখন এক ব্যক্তি আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, নিশ্চয়ই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাঁর মুখমণ্ডল ঘুরিয়েছেন। অতএব আমরা তৎক্ষণাৎ কা’বার দিকে ঘুরে গেলাম এবং ততক্ষণে আমরা দুই রাকআত নামায পড়েছি।

بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى ، نَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ ، نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، ثَنَا أَبُو إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ ، قَالَ : " صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَعْدَ قُدُومِهِ الْمَدِينَةَ سِتَّةَ عَشَرَ شَهْرًا نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، ثُمَّ عَلِمَ اللَّهُ سُبْحَانَهُ هَوَى نَبِيِّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَنَزَلَتْ ( قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ) [ الْبَقَرَةِ : 144 ] فَأَمَرَهُ أَنْ يُوَلِّيَ إِلَى الْكَعْبَةِ ، وَمَرَّ عَلَيْنَا رَجُلٌ وَنَحْنُ نُصَلِّي نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، فَقَالَ : إِنَّ نَبِيَّكُمْ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدْ حَوَّلَ وَجْهَهُ إِلَى الْكَعْبَةِ ، فَتَوَجَّهْنَا إِلَى الْكَعْبَةِ ، وَقَدْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ

حدثنا عبد الوهاب بن عيسى ، نا ابو هشام الرفاعي محمد بن يزيد ، نا ابو بكر بن عياش ، ثنا ابو اسحاق ، عن البراء ، قال : " صلينا مع رسول الله - صلى الله عليه وسلم - بعد قدومه المدينة ستة عشر شهرا نحو بيت المقدس ، ثم علم الله سبحانه هوى نبيه - صلى الله عليه وسلم - ، فنزلت ( قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام ) [ البقرة : 144 ] فامره ان يولي الى الكعبة ، ومر علينا رجل ونحن نصلي نحو بيت المقدس ، فقال : ان نبيكم - صلى الله عليه وسلم - قد حول وجهه الى الكعبة ، فتوجهنا الى الكعبة ، وقد صلينا ركعتين

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)