১০৪১

পরিচ্ছেদঃ ১৬. আযান ও ইমামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্তি প্রসঙ্গে

১০৪১(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... মালেক ইবনুল হুয়াইরিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম এবং আমরা প্রায় একই বয়সের যুবক ছিলাম। আমরা তাঁর নিকট বিশ দিন অবস্থান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের অধিকারী। তিনি অনুমান করলেন, আমরা আমাদের পরিবার-পরিজনে ফিরে যেতে আগ্রহী। অতএব তিনি আমাদের নিকট জিজ্ঞেস করেন, আমরা আমাদের পরিবারে কাকে কাকে রেখে এসেছি। আমরা তাকে তা অবহিত করলাম। তিনি বলেন, তোমরা তোমাদের পরিবার-পরিজনের নিকট ফিরে যাও, তাদের মাঝে অবস্থান করো, তাদেরকে দীন শিক্ষা দাও, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো এবং নামায পড়ো যেরূপ আমাকে নামায পড়তে দেখেছ। আর নামাযের ওয়াক্ত হলে তোমাদের মধ্যকার একজন আযান দিবে এবং তোমাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তোমাদের ইমামতি করবে।

بَابٌ : فِي ذِكْرِ الْأَمْرِ بِالْأَذَانِ وَالْإِمَامَةِ وَأَحَقِّهِمَا

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا أَيُّوبُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ، قَالَ : " أَتَيْنَا النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً ، وَكَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَحِيمًا رَقِيقًا ، فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا إِلَى أَهْلِنَا ، وَسَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا ؟ فَأَخْبَرْنَاهُ ، فَقَالَ : " ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ ، فَأَقِيمُوا فِيهِمْ ، وَعَلِّمُوهُمْ ، وَبِرُّوهُمْ ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ، وَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ، ثُمَّ لْيَؤُمُّكُمْ أَكْبَرُكُمْ

حدثنا الحسين بن اسماعيل ، ثنا يعقوب بن ابراهيم ، ثنا اسماعيل بن ابراهيم ، ثنا ايوب ، عن ابي قلابة ، عن مالك بن الحويرث ، قال : " اتينا النبي - صلى الله عليه وسلم - ونحن شببة متقاربون ، فاقمنا عنده عشرين ليلة ، وكان رسول الله - صلى الله عليه وسلم - رحيما رقيقا ، فظن انا قد اشتقنا الى اهلنا ، وسالنا عمن تركنا في اهلنا ؟ فاخبرناه ، فقال : " ارجعوا الى اهليكم ، فاقيموا فيهم ، وعلموهم ، وبروهم ، وصلوا كما رايتموني اصلي ، واذا حضرت الصلاة فليوذن لكم احدكم ، ثم ليومكم اكبركم

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)