১০০৭

পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি

১০০৭(২৪). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... মুজাহিদ (রহঃ)- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি তাতে বলেন, আসরের নামাযের প্রথম ওয়াক্ত সূর্য আলোকোজ্জ্বল থাকতেই, মাগরিবের নামাযের ওয়াক্ত হওয়া (সূর্যাস্তের পূর্ব) পর্যন্ত।

بَابُ إِمَامَةِ جِبْرِيلَ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، أَخْبَرَنِي أَبُو زُبَيْدٍ - وَهُوَ عَبْثَرٌ - نَا الْأَعْمَشُ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ ، وَقَالَ فِيهِ : " أَوَّلُ وَقْتِ الْعَصْرِ حِينَ تَكُونُ الشَّمْسُ بَيْضَاءُ إِلَى أَنْ تَحْضُرَ الْمَغْرِبُ

حدثنا ابو بكر الشافعي ، حدثنا محمد بن شاذان ، نا معلى بن منصور ، اخبرني ابو زبيد - وهو عبثر - نا الاعمش ، عن مجاهد ، عن النبي - صلى الله عليه وسلم - نحوه ، وقال فيه : " اول وقت العصر حين تكون الشمس بيضاء الى ان تحضر المغرب

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুজাহিদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)