পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম
৬৭৫(৩১).আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আম্মার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমার জন্য যথেষ্ট ছিল ... এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মাটিতে মারেন, তারপর তাতে ফুঁ দেন এবং তা দিয়ে তাঁর মুখমণ্ডল ও উভয় হাত মসেহ করেন।
بَابُ التَّيَمُّمِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَعُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ ، قَالَا : نَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ، نَا غُنْدَرٌ ، نَا شُعْبَةُ ، عَنِ الْحَكَمِ ، عَنْ ذَرٍّ ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ، عَنْ أَبِيهِ ، عَنْ عَمَّارٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنَّمَا كَانَ يَكْفِيكَ " ، وَضَرَبَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِيَدِهِ إِلَى الْأَرْضِ ، ثُمَّ نَفَخَ فِيهَا وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ