পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ
৬২৭(৫১). দালাজ ইবনে আহমাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি নামাযরত অবস্থায় হাসলে তাকে পুনরায় নামায পড়তে হবে, কিন্তু পুনরায় উযু করতে হবে না।
এই হাদীস আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) উল্লেখ করে বলেন, আমর ইবনে আলী-আবদুল্লাহ ইবনে দাউদ ও উমার ইবনে আলী আল-মুকাদ্দামী-আল-আ’মাশ-আবু সুফিয়ান-জাবের (রাঃ) সূত্রে বর্ণিত। যে ব্যক্তি নামাযরত অবস্থায় হাসে তার সম্পর্কে তিনি বলেন, তাকে পুনরায় নামায পড়তে হবে, কিন্তু পুনরায় উযু করতে হবে না।
بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا
حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، نَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ زَيْدٍ ، نَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ ، نَا أَبُو مُعَاوِيَةَ ، نَا الْأَعْمَشُ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " إِذَا ضَحِكَ الرَّجُلُ فِي الصَّلَاةِ ، أَعَادَ الصَّلَاةَ وَلَمْ يُعِدِ الْوُضُوءَ
وَذَكَرَهُ أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، وَعُمَرُ بْنُ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ فِي الَّذِي يَضْحَكُ فِي الصَّلَاةِ ، قَالَ : " يُعِيدُ الصَّلَاةَ وَلَا يُعِيدُ الْوُضُوءَ