পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ
৬২৫(৪৯). উছমান ইবনে মুহাম্মাদ ইবনে বিশর(রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (নামাযরত অবস্থায়) হাসলে উযু করতে হবে না।
بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ بِشْرٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا أَبُو نُعَيْمٍ ، نَا سُفْيَانُ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ قَالَ : " لَيْسَ فِي الضَّحِكِ وُضُوءٌ
حدثنا عثمان بن محمد بن بشر ، نا ابراهيم الحربي ، نا ابو نعيم ، نا سفيان ، عن الاعمش ، عن ابي سفيان ، عن جابر قال : " ليس في الضحك وضوء
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)