৬১৮

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬১৮(৪২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবুল আলিয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযরত ছিলেন। মসজিদের ভিতরে একটি কূপ ছিল, তার উপর খেজুরপাতা দেয়া ছিল। এক অন্ধ ব্যক্তি এসে কূপের মধ্যে পড়ে গেল। তাতে কতক লোক হেসে দিলো। যারা হেসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরায় উযু করে নামায পড়ার নির্দেশ দিলেন।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا يُوسُفُ بْنُ سَعِيدٍ ، أَنَا أَبُو نُعَيْمٍ ، وَهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، قَالَا : نَا شَرِيكٌ ، عَنْ أَبِي هَاشِمٍ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ، قَالَ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الصَّلَاةِ ، وَفِي الْمَسْجِدِ بِئْرٌ عَلَيْهَا جُلَّةٌ ، فَجَاءَ أَعْمَى فَسَقَطَ فِيهَا ؛ فَضَحِكَ بَعْضُ الْقَوْمِ ؛ فَأَمَرَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَنْ ضَحِكَ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلَاةَ

حدثنا ابو بكر النيسابوري ، نا يوسف بن سعيد ، انا ابو نعيم ، وهيثم بن جميل ، قالا : نا شريك ، عن ابي هاشم ، عن ابي العالية ، قال : " كان النبي - صلى الله عليه وسلم - في الصلاة ، وفي المسجد بىر عليها جلة ، فجاء اعمى فسقط فيها ؛ فضحك بعض القوم ؛ فامر النبي - صلى الله عليه وسلم - من ضحك ان يعيد الوضوء والصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবুল আলীয়া (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)