৪৬৪

পরিচ্ছেদঃ ৫০. শক্ত খাদ্য গ্রহণে অভ্যস্ত হওয়ার পূর্বে ছেলে ও মেয়ে শিশুর পেশাব সম্পর্কিত বিধান

৪৬৪(৬). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) .... ইবনে আব্বাস (রাঃ) থেকে দুগ্ধপোষ্য শিশুর পেশাব সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, সেখানে পেশাবের সমপরিমাণ পানি ঢেলে দিতে হবে। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিশু হুসাইন ইবনে আলী (রাঃ)-এর পেশাবের বেলায় তাই করেছিলেন।

ইবরাহীম (রহঃ) হলেন আবু ইয়াহইয়ার সূত্র। তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابُ الْحُكْمِ فِي بَوْلِ الصَّبِيِّ وَالصَّبِيَّةِ مَا لَمْ يَأْكُلَا الطَّعَامَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ ، عَنْ دَاوُدَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ فِي بَوْلِ الصَّبِيِّ ، قَالَ يُصَبُّ عَلَيْهِ مِثْلُهُ مِنَ الْمَاءِ ، قَالَ : كَذَلِكَ صَنَعَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِبَوْلِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا . إِبْرَاهِيمُ هُوَ ابْنُ أَبِي يَحْيَى ضَعِيفٌ

حدثنا محمد بن اسماعيل الفارسي ، ثنا اسحاق بن ابراهيم ، نا عبد الرزاق ، عن ابراهيم بن محمد ، عن داود ، عن عكرمة ، عن ابن عباس في بول الصبي ، قال يصب عليه مثله من الماء ، قال : كذلك صنع رسول الله - صلى الله عليه وسلم - ببول حسين بن علي رضي الله عنهما . ابراهيم هو ابن ابي يحيى ضعيف

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)