৪৫৮

পরিচ্ছেদঃ ৪৯. পেশাব নাপাক এবং তা থেকে সতর্ক থাকার নির্দেশ এবং যেই পশুর গোশত খাওয়া জায়েয তার পেশাব সম্পর্কিত বিধান

৪৫৮(৯). আহমাদ ইবনে আমর ইবনে উসমান (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে মারফুরূপে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন না করার কারণে প্রায়ই কবরে শাস্তিভোগ করতে হয়। অতএব তোমরা পেশাবের ব্যাপারে সাবধান হও। হাদীসটি ত্রুটিযুক্ত নয়।

بَابُ نَجَاسَةِ الْبَوْلِ ، وَالْأَمْرِ بِالتَّنَزُّهِ مِنْهُ وَالْحُكْمِ فِي بَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عُثْمَانَ ، نَا مُحَمَّدُ بْنُ عِيسَى الْعَطَّارُ ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، نَا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي يَحْيَى ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : " عَامَّةُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ ؛ فَتَنَزَّهُوا مِنَ الْبَوْلِ " . لَا بَأْسَ بِهِ

حدثنا احمد بن عمرو بن عثمان ، نا محمد بن عيسى العطار ، نا اسحاق بن منصور ، نا اسراىيل ، عن ابي يحيى ، عن مجاهد ، عن ابن عباس رفعه الى النبي - صلى الله عليه وسلم - فقال : " عامة عذاب القبر من البول ؛ فتنزهوا من البول " . لا باس به

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)