৪৫৩

পরিচ্ছেদঃ ৪৯. পেশাব নাপাক এবং তা থেকে সতর্ক থাকার নির্দেশ এবং যেই পশুর গোশত খাওয়া জায়েয তার পেশাব সম্পর্কিত বিধান

৪৫৩(৪). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জীবের মাংস খাওয়া হয় তার পেশাব দূষণীয় নয়।

এই হাদীস প্রমাণিত নয়। আমর ইবনুল হুসাইন ও ইয়াহইয়া ইবনুল আলা হাদীসশাস্ত্রে দুর্বল। সাওওয়ার ইবনে মুসআবও প্রত্যাখ্যাত রাবী এবং তার থেকে এই হাদীস বর্ণনায় মতানৈক্য রয়েছে। অতএব তার সূত্রে বলা হয়েছে, “যে জীবের মাংস খাওয়া হয় তার উচ্ছিষ্ট (পানি ইত্যাদি) দূষণীয় নয়।

بَابُ نَجَاسَةِ الْبَوْلِ ، وَالْأَمْرِ بِالتَّنَزُّهِ مِنْهُ وَالْحُكْمِ فِي بَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ

حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، نَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْأَهْوَازِيُّ ، نَا عَمْرُو بْنُ الْحُصَيْنِ ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ ، عَنْ جَابِرٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَا أُكِلَ لَحْمُهُ فَلَا بَأْسَ بِبَوْلِهِ " . لَا يَثْبُتُ ؛ عَمْرُو بْنُ الْحُصَيْنِ وَيَحْيَى بْنُ الْعَلَاءِ ضَعِيفَانِ ، وَسَوَّارُ بْنُ مُصْعَبٍ - أَيْضًا - مَتْرُوكٌ وَقَدِ اخْتُلِفَ عَنْهُ ؛ فَقِيلَ عَنْهُ " مَا أُكِلَ لَحْمُهُ فَلَا بَأْسَ بِسُؤْرِهِ

حدثنا ابو سهل بن زياد ، نا سعيد بن عثمان الاهوازي ، نا عمرو بن الحصين ، نا يحيى بن العلاء ، عن مطرف ، عن محارب بن دثار ، عن جابر ، عن النبي - صلى الله عليه وسلم - قال : " ما اكل لحمه فلا باس ببوله " . لا يثبت ؛ عمرو بن الحصين ويحيى بن العلاء ضعيفان ، وسوار بن مصعب - ايضا - متروك وقد اختلف عنه ؛ فقيل عنه " ما اكل لحمه فلا باس بسوره

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)