পরিচ্ছেদঃ ৪৪. নাপাক ব্যাক্তি ও ঋতুবতী মহিলার কুরআন পড়া নিষেধ
৪২৭(১৬). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঋতুবতী মহিলা, নাপাক ব্যক্তি ও নিফাসগ্রস্ত নারী কুরআন পড়বে না। ইয়াহইয়া হলেন আবু উনায়সার পুত্র। তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابٌ فِي النَّهْيِ لِلْجُنُبِ وَالْحَائِضِ عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، نَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْأَبَّارُ ، نَا أَبُو الشَّعْثَاءِ عَلِيُّ بْنُ الْحَسَنِ الْوَاسِطِيُّ ، ثَنَا سُلَيْمَانُ أَبُو خَالِدٍ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " لَا يَقْرَأُ الْحَائِضُ وَلَا الْجُنُبُ وَلَا النُّفَسَاءُ الْقُرْآنَ " . يَحْيَى هُوَ ابْنُ أَبِي أُنَيْسَةَ ضَعِيفٌ
حدثنا احمد بن محمد بن زياد ، نا احمد بن علي الابار ، نا ابو الشعثاء علي بن الحسن الواسطي ، ثنا سليمان ابو خالد ، عن يحيى ، عن ابي الزبير ، عن جابر ، قال : " لا يقرا الحاىض ولا الجنب ولا النفساء القران " . يحيى هو ابن ابي انيسة ضعيف
* ইমাম দারাকুতনী হাদীসটি মাওকুফরূপে বর্ণনা করেছেন। রাবী ইয়াহইয়া ইবনে আবু উনায়সা মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত। ইমাম বায়হাকী বলেন, এই হাদীস শক্তিশালী নয়। তিনি হাদীসটি মারফুরূপে বর্ণনা করেছেন (অনুবাদক)।
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)