৪১০

পরিচ্ছেদঃ ৪৩. মহিলাদের গোসলের অবশিষ্ট পানি দিয়ে গোসল করা নিষেধ

৪১০(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ আল-মুকরী (রহঃ) ... আবদুল্লাহ্ ইবনে সারজিস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের (গোসলের) অবশিষ্ট পানি দিয়ে পুরুষদের গোসল করতে এবং পুরুষদের (গোসলের) অবশিষ্ট পানি দিয়ে মহিলাদের গোসল করতে নিষেধ করেছেন। তবে উভয়ে (পাত্র থেকে) একসাথে পানি তোললে তা জায়েয।

শো’বা (রহঃ) এর বিপরীতার্থক হাদীস বর্ণনা করেছেন।

بَابُ النَّهْيِ ، عَنِ الْغُسْلِ بِفَضْلِ غُسْلِ الْمَرْأَةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْمُقْرِئُ ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ ، نَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَهَى أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ ، وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ ، وَلَكِنْ يَشْرَعَانِ جَمِيعًا " . خَالَفَهُ شُعْبَةُ

حدثنا عبد الله بن محمد بن سعيد المقرى ، ثنا ابو حاتم الرازي ، نا معلى بن اسد ، نا عبد العزيز بن المختار ، عن عاصم الاحول ، عن عبد الله بن سرجس : " ان رسول الله - صلى الله عليه وسلم - نهى ان يغتسل الرجل بفضل المراة ، والمراة بفضل الرجل ، ولكن يشرعان جميعا " . خالفه شعبة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)