৪০৭

পরিচ্ছেদঃ ৪২. সহবাসজনিত নাপাকির গোসলে কুলি করা ও নাক পরিষ্কার করা সম্পর্কে

৪০৭(৮). আবু বাকর মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনুল জুনায়েদ (রহঃ) ... আয়েশা বিনতে আজরাদ (রহঃ) থেকে নাপাক ব্যক্তির কুলি করতে ও নাকে পানি দিয়ে পরিষ্কার করতে ভুলে যাওয়া সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, সে পুনরায় কুলি করবে ও নাকে পানি দিয়ে পরিষ্কার করবে এবং পুনরায় নামায পড়বে।

بَابُ مَا رُوِيَ فِي الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ فِي غُسْلِ الْجَنَابَةِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ، نَا أَبُو حَنِيفَةَ ، عَنْ عُثْمَانَ بْنِ رَاشِدٍ ، عَنْ عَائِشَةَ بِنْتِ عَجْرَدٍ ، فِي جُنُبٍ نَسِيَ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ ، قَالَتْ : قَالَ ابْنُ عَبَّاسٍ : يُمَضْمِضُ وَيَسْتَنْشِقُ ، وَيُعِيدُ الصَّلَاةَ

حدثنا ابو بكر ، نا محمد بن احمد بن الجنيد ، نا عبد الله بن يزيد ، نا ابو حنيفة ، عن عثمان بن راشد ، عن عاىشة بنت عجرد ، في جنب نسي المضمضة والاستنشاق ، قالت : قال ابن عباس : يمضمض ويستنشق ، ويعيد الصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)