১৭৬

পরিচ্ছেদঃ ২১. ব্যবহারের পর অবশিষ্ট পানি সম্পর্কে

১৭৬(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিড়াল হিংস্র। ওয়াকী (রহঃ)-এর বর্ণনায় (আস-সিন্নূর এর স্থলে) আল-হির্‌র উক্ত হয়েছে এবং ওয়াকী (রহঃ) বলেন, বিড়াল হিংস্র।

بَابُ الْآسَارِ

نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، نَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ ، وَثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا سَلْمُ بْنُ جُنَادَةَ ، نَا وَكِيعٌ : جَمِيعًا ، عَنْ عِيسَى بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " السِّنَّوْرُ سَبُعٌ " . وَقَالَ وَكِيعٌ " الْهِرُّ سَبُعٌ

نا الحسين بن اسماعيل ، نا زياد بن ايوب ، نا محمد بن ربيعة ، وثنا الحسين بن اسماعيل ، نا سلم بن جنادة ، نا وكيع : جميعا ، عن عيسى بن المسيب ، عن ابي زرعة ، عن ابي هريرة ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " السنور سبع " . وقال وكيع " الهر سبع

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)