পরিচ্ছেদঃ ৫. সমুদ্রের পানি সম্পর্কে
৭৩(১০)। আবু বাকর আহমাদ ইবনে মূসা ইবনে মুজাহিদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাগরের পানি সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, সাগরের পানি পবিত্র। উক্ত সনদে হাদীসখানা মারফূরূপে বর্ণিত হয়েছে, কিন্তু সঠিক হলো, এটি মওকুফ হাদীস।
بَابٌ فِي مَاءِ الْبَحْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ مُجَاهِدٍ ، نَا إِبْرَاهِيمُ بْنُ رَاشِدٍ ، نَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي التَّيَّاحِ ، نَا مُوسَى بْنُ سَلَمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، عَنْ مَاءِ الْبَحْرِ ، فَقَالَ : " مَاءُ الْبَحْرِ طَهُورٌ " . كَذَا ، قَالَ : وَالصَّوَابُ مَوْقُوفٌ