পরিচ্ছেদঃ ৮৫. ডোরাদার রেশমী কাপড় নারীদের জন্য ব্যবহারের অনুমতি
৫২৯৫. হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যয়নাবের পরিধানে ডোরাদার রেশমী কামিজ দেখেছি।
ذِكْرُ الرُّخْصَةِ لِلنِّسَاءِ فِي لُبْسِ السِّيَرَاءِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ قَالَ رَأَيْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَ حَرِيرٍ سِيَرَاءَ
اخبرنا الحسين بن حريث قال حدثنا عيسى بن يونس عن معمر عن الزهري عن انس قال رايت على زينب بنت النبي صلى الله عليه وسلم قميص حرير سيراء
তাহক্বীকঃ শায। মাহফুয হল ‘যয়নাব’ এর স্থলে ‘উম্মু কুলসুম’। ইবন মাজাহ ৩৫৯৮।
It was narrated that Anas said:
"I saw Zainab, the daughter of the Prophet [SAW], wearing a Qamis of Sira'.
হাদিসের মানঃ শা'জ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৯/ সাজসজ্জা (كتاب الزينة)