৫১৮৪

পরিচ্ছেদঃ ৪৫. উবায়দা (রহঃ) থেকে বর্ণিত হাদীস

৫১৮৪. কুতায়বা (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

حَدِيثُ عَبِيدَةَ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ أَخْبَرَنَا حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ عَبِيدَةَ قَالَ نَهَى عَنْ مَيَاثِرِ الْأُرْجُوَانِ وَخَوَاتِيمِ الذَّهَبِ

اخبرنا قتيبة قال اخبرنا حماد عن ايوب عن محمد عن عبيدة قال نهى عن مياثر الارجوان وخواتيم الذهب


It was narrated that 'Abidah said:
"He forbade red Al-Mayathir, and gold rings."


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উবায়দা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৯/ সাজসজ্জা (كتاب الزينة)