৪৭০০

পরিচ্ছেদঃ ১০৭. খেজুরগাছের অংশীদার হওয়া

৪৭০০. কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার নিকট জমি অথবা খেজুর গাছ থাকে, সে যেন তার অংশীদারকে না জানিয়ে তা বিক্রয় না করে।

الشَّرِكَةُ فِي النَّخِيلِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّكُمْ كَانَتْ لَهُ أَرْضٌ أَوْ نَخْلٌ فَلَا يَبِعْهَا حَتَّى يَعْرِضَهَا عَلَى شَرِيكِهِ

اخبرنا قتيبة قال حدثنا سفيان عن ابي الزبير عن جابر ان النبي صلى الله عليه وسلم قال ايكم كانت له ارض او نخل فلا يبعها حتى يعرضها على شريكه


It was narrated from Jabir that the Prophet said:
"Any one of you who has land, or date palm trees, he should not sell them until he offers them to his partner first."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)