পরিচ্ছেদঃ ১৫. দায়িত্ব যার, উসূলও তার
৪৪৯১. ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে, দায়িত্ব যার উসূলও তার।
الْخَرَاجُ بِالضَّمَانِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ وَوَكِيعٌ قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ مَخْلَدِ بْنِ خُفَافٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ
اخبرنا اسحق بن ابراهيم قال حدثنا عيسى بن يونس ووكيع قالا حدثنا ابن ابي ذىب عن مخلد بن خفاف عن عروة عن عاىشة قالت قضى رسول الله صلى الله عليه وسلم ان الخراج بالضمان
তাহক্বীকঃ হাসান। ইবন মাজাহ ২২৪২।
It was narrated that 'Aishsh said:
" The Messenger of Allah ruled that what a slave earns belongs to his guarantor."
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)