৪১১৪

পরিচ্ছেদঃ ২৭. মুসলিমের সাথে যুদ্ধ করা

৪১১৪. মুহাম্মাদ ইবন আ’লা (রহঃ) ... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ মু’মিনের সাথে যুদ্ধ করা কুফরী এবং তাকে গালি দেয়া পাপ।

قِتَالُ الْمُسْلِمِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ عَنْ أَبِي مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قِتَالُ الْمُؤْمِنِ كُفْرٌ وَسِبَابُهُ فُسُوقٌ

اخبرنا محمد بن العلاء عن ابي معاوية عن الاعمش عن شقيق عن عبد الله قال قتال المومن كفر وسبابه فسوق


It was narrated that 'Abdullah said:
"Fighting a believer is Kufr and defaming him is evildoing."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩৮/ হত্যা অবৈধ হওয়া (كتاب تحريم الدم)