পরিচ্ছেদঃ ১৯৮. সালাতের পূর্বে আরাফায় খুতবা প্রদান
৩০১০. আমর ইবন আলী (রহঃ) ... সালামা ইবন নুবায়ত (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আরাফায় সালাতের পূর্বে লাল বর্ণের উটের উপর থেকে খুৎবা দিতে দেখেছি।
الْخُطْبَةُ بِعَرَفَةَ قَبْلَ الصَّلَاةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى جَمَلٍ أَحْمَرَ بِعَرَفَةَ قَبْلَ الصَّلَاةِ
اخبرنا عمرو بن علي قال حدثنا يحيى عن سفيان عن سلمة بن نبيط عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم يخطب على جمل احمر بعرفة قبل الصلاة
তাহক্বীকঃ সহীহ। সহীহ আবু দাউদ ১৬৭৩।
It was narrated from Salamah bin Nubait, that his father said:
"I saw the Messenger of Allah delivering a Khutab atop a red camel in Arafat, before the Salah.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সালামা ইবন নুবায়ত (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২৪/ হজ্জের নিয়ম পদ্ধতি (كتاب مناسك الحج)