পরিচ্ছেদঃ ১৭৬. সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করা
২৯৮২. আবু আম্মার হুসায়ন ইন হুরায়স (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করেন মুশরিকদেরকে তার শক্তি প্রদর্শনের জন্য।
السَّعْيُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ
أَخْبَرَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّمَا سَعَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيُرِيَ الْمُشْرِكِينَ قُوَّتَهُ
اخبرنا ابو عمار الحسين بن حريث قال انبانا سفيان عن عمرو عن عطاء عن ابن عباس قال انما سعى النبي صلى الله عليه وسلم بين الصفا والمروة ليري المشركين قوته
তাহক্বীকঃ সহীহ।
It was narrated that Ibn Abbas said:
"The Prophet walked rapidly betwwne As-Safa and Al-Marwah to show the idolaters that he was strong."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২৪/ হজ্জের নিয়ম পদ্ধতি (كتاب مناسك الحج)