পরিচ্ছেদঃ ৮৪. মুস্তাহাযাহ (রক্ত প্রদরের রোগিণী)-এর গোসল সম্পর্কে
৮২৫. দাহহাক রাহি. হতে বর্ণিত, এক মহিলা তাকে কোনো একটি বিষয়ে প্রশ্ন করলো। সে বললো, আমি একজন ইসতিহাযাগ্রস্ত মহিলা। তখন তিনি বললেন: তুমি যখন তাজা রক্ত দেখতে পাবে, তখন তোমার হায়েযের নির্ধারিত দিনগুলিতে (সালাত আদায় হতে) বিরত থাকবে।[1]
بَابٌ فِي غُسْلِ الْمُسْتَحَاضَةِ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ حَدَّثَنَا قُرَّةُ عَنْ الضَّحَّاكِ أَنَّ امْرَأَةً سَأَلَتْهُ فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَقَالَ إِذَا رَأَيْتِ دَمًا عَبِيطًا فَأَمْسِكِي أَيَّامَ أَقْرَائِكِ
إسناده ضعيف لضعف حجاج بن نصير
حدثنا حجاج بن نصير حدثنا قرة عن الضحاك ان امراة سالته فقالت اني امراة استحاض فقال اذا رايت دما عبيطا فامسكي ايام اقراىك
اسناده ضعيف لضعف حجاج بن نصير
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, হাজ্জাজ ইবনু নুসাইর যয়ীফ হওয়ার কারণে।
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি-অনুবাদক)
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি-অনুবাদক)
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ দাহহাক ইবনু মুযাহিম (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)