পরিচ্ছেদঃ ৮৪. মুস্তাহাযাহ (রক্ত প্রদরের রোগিণী)-এর গোসল সম্পর্কে
৮২২. মাসরুকের স্ত্রী ক্বমীর আয়িশা রাদ্বিয়াল্লাহু্ আনহা হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, ’ইসতিহাযাগ্রস্ত মহিলা তার হায়েযের নির্ধারিত সময়ের দিনগুলিতে (সালাত আদায় হতে) বিরত থাকবে। (তা অতিক্রান্ত হলে) তারপর সে একবার মাত্র গোসল করবে, কিন্তু প্রত্যেক সালাতের সময় ওযু করবে।[1]
بَابٌ فِي غُسْلِ الْمُسْتَحَاضَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ فِرَاسٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ قَمِيرَ امْرَأَةِ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ الْمُسْتَحَاضَةُ تَجْلِسُ أَيَّامَ أَقْرَائِهَا ثُمَّ تَغْتَسِلُ غُسْلًا وَاحِدًا وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ
إسناده صحيح
اخبرنا محمد بن يوسف حدثنا سفيان عن فراس عن الشعبي عن قمير امراة مسروق عن عاىشة قالت المستحاضة تجلس ايام اقراىها ثم تغتسل غسلا واحدا وتتوضا لكل صلاة
اسناده صحيح
[1] এর সনদ সহীহ।
তাখরীজ: এটি গত হয়েছে ৮১৭ (অনুবাদের ক্রম ৮১৩) নং এ।
তাখরীজ: এটি গত হয়েছে ৮১৭ (অনুবাদের ক্রম ৮১৩) নং এ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ক্বমীর বিনতে ’ইমরান
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)