পরিচ্ছেদঃ ২১. পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না
৭০৯. আবুল মালীহ-এর পিতা (উসামাহ ইবনু উমাইর আল হাযালী) রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন: “আল্লাহ পবিত্রতা ব্যতীত সালাত কবুল করেন না এবং আত্মসাত বা চুরির (গণিমাত বা অন্যান্য যেকোন খিয়ানতের) মালের সাদাকা কবুল করেন না।”[1]
بَابُ لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ
أَخْبَرَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ
إسناده صحيح
তাখরীজ: আমরা এর পূর্ণাঙ্গ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১৭০৫; মাওয়ারিদুয যাম’আন নং ১৪৫। (আহমাদ ৫/৭৪, ৭৫; আবু দাউদ ৫৯; নাসাঈ ১৩৯; ইবনু মাজাহ ২৭১; ইবনু আবী শাইবা ১/৫; তাবারানী, আল কাবীর ১/১৯১ নং ৫০৫; বাগাবী, শারহুস সুন্নাহ ১/৩২৯ নং ১৫৭; তায়ালিসী ১/৪৯ নং ১৫৩; বাইহাকী ১/২৩০। মাওয়ারিদুয যাম’আন, হা/১৪৬ এর টীকা।- অনুবাদক)
এবং এর শাহিদ হাদীস রয়েছে আবু হুরাইরা হতে যার পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাওসিলী নং ৬২৩০; আরও দেখুন, নাইলুল আওতার ১/১৪৫।