পরিচ্ছেদঃ ১৮. মিসওয়াক সম্পর্কে
৭০৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু্ আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি যদি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম তবে, আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক সালাতের সময় এর নির্দেশ দিতাম।”[1] আবু মুহাম্মদ বলেন: ’এর’ অর্থ ’মিসওয়াক করার’।
بَابٌ فِي السِّوَاكِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِهِ عِنْدَ كُلِّ صَلَاةٍ قَالَ أَبُو مُحَمَّد يَعْنِي السِّوَاكَ
إسناده صحيح
اخبرنا محمد بن احمد حدثنا سفيان عن ابي الزناد عن الاعرج عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لولا ان اشق على امتي لامرتهم به عند كل صلاة قال ابو محمد يعني السواك
اسناده صحيح
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ । এটি বুখারী-মুসলিম বর্ণিত হাদীস।
তাখরীজ: সহীহ বুখারী ৮৮৭; সহীহ মুসলিম ২৫২। আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৬২৭০, ৬৩৪৩, ৭১২৭, ৭১৪৩ ও সহীহ ইবনু হিব্বান নং ১৬৮; আরও দেখুন, নাইলুল আওতার ১/১২৮।
তাখরীজ: সহীহ বুখারী ৮৮৭; সহীহ মুসলিম ২৫২। আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৬২৭০, ৬৩৪৩, ৭১২৭, ৭১৪৩ ও সহীহ ইবনু হিব্বান নং ১৬৮; আরও দেখুন, নাইলুল আওতার ১/১২৮।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)