পরিচ্ছেদঃ ১৭. পায়খানা হতে বের হওয়ার সময় যা বলতে হয়
৭০৩. আয়শা রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পায়খানা হতে বের হতেন, তখন বলতেন: ’গুফরা-নাকা’ (আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি)।”[1]
بَابُ مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ
أَخْبَرَنَا مَالِكُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ الْخَلَاءِ قَالَ غُفْرَانَكَ
إسناده صحيح
اخبرنا مالك بن اسمعيل حدثنا اسراىيل عن يوسف بن ابي بردة عن ابيه ان عاىشة حدثته ان النبي صلى الله عليه وسلم كان اذا خرج من الخلاء قال غفرانك
اسناده صحيح
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১৪৪৪। দেখুন, নাইলুল আওতার ১/৮৮ ও আল মা’রিফাহ ১/৩৩৮ নং ৮২৮।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১৪৪৪। দেখুন, নাইলুল আওতার ১/৮৮ ও আল মা’রিফাহ ১/৩৩৮ নং ৮২৮।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)