পরিচ্ছেদঃ ৫১. জ্ঞানের আলাপ-আলোচনা
৬৪০. জারীর থেকে বর্ণিত, উছমান ইবনু আব্দুল্লাহ রাহি. বলেন: হারিস আল উকলী ও তার সাথীরা রাতে বসে ফিকহ নিয়ে আলাপ আলোচনা করতেন।[1]
بَابُ مُذَاكَرَةِ الْعِلْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ الْحَارِثُ الْعُكْلِيُّ وَأَصْحَابُهُ يَتَجَالَسُونَ بِاللَّيْلِ وَيَذْكُرُونَ الْفِقْهَ
إسناده ضعيف
اخبرنا محمد بن حميد حدثنا جرير عن عثمان بن عبد الله قال كان الحارث العكلي واصحابه يتجالسون بالليل ويذكرون الفقه
اسناده ضعيف
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। তবে আগে এটি সহীহ সনদে গত হয়েছে ৬৩৫ নং এ।
তাখরীজ: মুহাক্বিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক।
তাখরীজ: মুহাক্বিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ জারীর বিন আবদুল হামীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)