পরিচ্ছেদঃ ৪৫. যে ব্যক্তি প্রসিদ্ধি ও পরিচিতিকে অপছন্দ করে
৫৫০. সাঈদ ইবনু জুবাইর বলেন: “যাকে অনুসরণ করা হচ্ছে তার জন্য এটি একটি ফিতনা স্বরূপ এবং অনুসরণকারীর জন্য অবমাননাকর বিষয়”।[1]
بَابُ مَنْ كَرِهَ الشُّهْرَةَ وَالْمَعْرِفَةَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مُغِيرَةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ فِتْنَةٌ لِلْمَتْبُوعِ مَذَلَّةٌ لِلتَّابِعِ
إسناده ضعيف لضعف محمد بن حميد
اخبرنا محمد بن حميد حدثنا جرير عن مغيرة عن سعيد بن جبير قال فتنة للمتبوع مذلة للتابع
اسناده ضعيف لضعف محمد بن حميد
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। কেননা, মুহাম্মদ ইবনু হামীদ যয়ীফ।
তাখরীজ: এর তাখরীজ ৫৪৪ নং এ গত হয়েছে।
তাখরীজ: এর তাখরীজ ৫৪৪ নং এ গত হয়েছে।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ সা‘ঈদ ইবনু যুবায়র (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)