পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫৮-[৪৫] আর ইবনু মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন বুরয়দাহ্ হতে।[1]
الْفَصْلُ الثَّانِي
وَرَوَاهُ ابْن مَاجَه عَن بُرَيْدَة
ورواه ابن ماجه عن بريدة
[1] সহীহ : ইবনু মাজাহ ৩৫১৩, আবূ দাঊদ ৩৮৮৪, তিরমিযী ২০৫৭, মুসলিম ৩৭৪-(২২০), বুখারী ৫৭০৫, সহীহ ইবনু হিব্বান ৬৪৩০, সহীহুল জামি‘ ৭৪৯৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৫৩৭, আল মু‘জামুল কাবীর নিত্ব ত্ববারানী ৭৩২, আল মু‘জামুল আওসাত্ব ১৪৪৯, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০০২৮।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বুরায়দাহ ইবনু হুসাইব আল-আসলামী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৩: চিকিৎসা ও ঝাড়-ফুঁক (كتاب الطب والرقى)