পরিচ্ছেদঃ ৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৭. নাফি’ (রহঃ) হইতে বর্ণিত, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) ফুরু’ নামক স্থান হইতে ইহরাম বাঁধিয়াছিলেন।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَهَلَّ مِنْ الْفُرُعِ
وحدثني عن مالك عن نافع ان عبد الله بن عمر اهل من الفرع
Yahya related to me from Malik from Nafi that Abdullah ibn Umar once entered ihram at al-Fur.
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুয়াত্তা মালিক
২০. হজ্জ (كتاب الحج)