পরিচ্ছেদঃ বিবাহে শর্তাবলীর বিধান
৯৯৫. ’উকবাহ বিন ’আমির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শর্তের দ্বারা তোমরা মেয়েদের লজ্জাস্থানকে বৈধ করে নিয়েছ ঐ শর্তসমূহ পূরণের সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ।[1]
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ, مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ». مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (2271 و5151)، ومسلم (1418)، واللفظ لمسلم
وعن عقبة بن عامر - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم: «ان احق الشروط ان يوفى به, ما استحللتم به الفروج». متفق عليه
-
صحيح. رواه البخاري (2271 و5151)، ومسلم (1418)، واللفظ لمسلم
[1] বুখারী ২৭২১, ৫১৫১, মুসলিম ১৪১৮, তিরমিযী ১১২৭, নাসাঈ ৩২৮১, ৩২৮২, আবূ দাউদ২১৩৯, ইবনু মাজাহ ২১৫৪, আহমাদ ১৬৫৮১, ১৬৯১১, দারেমী ২২০৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উকবাহ ইবনু আমির (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৮ঃ বিবাহ (كتاب النكاح)