পরিচ্ছেদঃ ১. নফল সওম ও তার নিষিদ্ধকাল - সারা বছর সাওম ব্রত পালনের বিধান
৬৯৬. মুসলিমে আবূ কাতাদাহ হতে বর্ণিত আছে। এরূপ শব্দে : “সওম ও ইফতার কোনটিই হয় না।[1]
وَلِمُسْلِمٍ عَنْ أَبِي قَتَادَةَ بِلَفْظِ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ
-
صحيح. رواه مسلم (1162) وهو إحدى روايات الحديث السابق
ولمسلم عن ابي قتادة بلفظ: «لا صام ولا افطر
-
صحيح. رواه مسلم (1162) وهو احدى روايات الحديث السابق
[1] মুসলিম ১১৬২, তিরমিযী ৭৬৭, নাসায়ী ২২৮২, ২২৮৩, আবূ দাউদ ২৪২৫, ইবনু মাজাহ ১৭১৩, আহমাদ ২২০২৪, ২২০৪৪।
Muslim narrated on the authority of Abu Qatadah, “May he not fast or break his fast."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৫ঃ সিয়াম (كتاب الصيام)