পরিচ্ছেদঃ ১৩. ভীতিকর অবস্থার সময় সালাত - প্রত্যেক দলের সাথে ইমামের দু’ রাক’আত সালাত প্রত্যেকের দলের জন্য স্বতন্ত্র সালাত গণ্য হবে
৪৭৯. জাবির (রাঃ) কর্তৃক নাসায়ীতে অন্য সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের একদলকে দু’রাক’আত সালাত পড়িয়েছিলেন, তারপর সালাম ফিরালেন। তারপর অন্যদলকে দু’রাক’আত সালাত আদায় করালেন, তারপর সালাম ফিরালেন।[1]
وَلِلنَّسَائِيِّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى بِطَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ رَكْعَتَيْنِ, ثُمَّ سَلَّمَ, ثُمَّ صَلَّى بِآخَرِينَ أَيْضًا رَكْعَتَيْنِ, ثُمَّ سَلَّمَ
-
صحيح. رواه النسائي (378)، وأصله في مسلم (843)
وللنساىي من وجه اخر عن جابر: ان النبي - صلى الله عليه وسلم - صلى بطاىفة من اصحابه ركعتين, ثم سلم, ثم صلى باخرين ايضا ركعتين, ثم سلم
-
صحيح. رواه النساىي (378)، واصله في مسلم (843)
[1] বুখারী ৪১২৭০, নাসায়ী ১৫৫২, ১৫৫৪
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)