৩৯৬

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - চাশতের সালাতের রাক’আত সংখ্যা

৩৯৬. ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করে চাশতের ৮ রাক’আত সালাত আদায় করেছিলেন। —ইবনু হিব্বান তাঁর সহীহ গ্রন্থে।[1]

وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- قَالَتْ: دَخَلَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بَيْتِي, فَصَلَّى الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ - رَوَاهُ ابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ

-

ضعيف. رواه ابن حبان (2531) وفي سنده انقطاع

وعن عاىشة -رضي الله عنها- قالت: دخل النبي - صلى الله عليه وسلم - بيتي, فصلى الضحى ثماني ركعات - رواه ابن حبان في صحيحه - ضعيف. رواه ابن حبان (2531) وفي سنده انقطاع

হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)