পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - প্রয়োজনে মসজিদে তাঁবু স্থাপন করা বৈধ
২৫৯. ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত— তিনি বলেন, খন্দকের যুদ্ধে সা’দ (রাঃ)-এর (হাতের শিরা) যখম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে (তাঁর জন্য) একটা তাঁবু স্থাপন করলেন, যাতে নিকট হতে তাঁর দেখাশুনা করতে পারেন।[1]
وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ, فَضَرَبَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - خَيْمَةً فِي الْمَسْجِدِ, لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ. مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (463)، ومسلم (1769)
وعن عاىشة - رضي الله عنها - قالت: اصيب سعد يوم الخندق, فضرب عليه رسول الله - صلى الله عليه وسلم - خيمة في المسجد, ليعوده من قريب. متفق عليه
-
صحيح. رواه البخاري (463)، ومسلم (1769)
[1] বুখারী ৪৬৩, ২৮১৩, ৩৯০১, ৪১১৭, ৪১২২, মুসলিম ১৭৬৯, নাসায়ী ৭১০, আবূ দাউদ ৩১০১, আহমাদ ১৩৭৭৩, ২৪৫৭৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)