পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - মসজিদে হারানো বস্তুর ঘোষণা দেয়ার বিধান
২৫৬. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যে শুনতে পাবে কেউ মসজিদে মসজিদে হারানো বস্তুর ঘোষণা করছে শ্রবণকারী যেন বলে- “আল্লাহ যেন তোমাকে তা আর ফিরিয়ে না দেন। কেননা মাসজিদ এরূপ (ঘোষণার) কাজের জন্য তৈরী করা হয়নি।[1]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ: لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ, فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا». رَوَاهُ مُسْلِمٌ
-
صحيح. رواه مسلم (568)
وعنه قال: قال رسول الله - صلى الله عليه وسلم: «من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل: لا ردها الله عليك, فان المساجد لم تبن لهذا». رواه مسلم
-
صحيح. رواه مسلم (568)
[1] মুসলিম ৫৬৮, তিরমিযী ১৩১২, আবূ দাউদ ৪৭৩, ইবনু মাজাহ ৭৬৭ আহমাদ ৮৩৮২, ৯১৬১, দারেমী ১৪০১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)