পরিচ্ছেদঃ ২. আযান (সালাতের জন্য আহ্বান) - ছুটে যাওয়া সালাতের জন্য আযান ও ইকামত শরীয়ত সম্মত
১৮৬। আবূ কাতাদাহ (রাঃ) থেকে একটি দীর্ঘ হাদীসে সাহাবীগণের ফজরের সালাতের সময় ঘুমিয়ে পড়া সম্বন্ধে বর্ণিত- “অতঃপর বিলাল (রাঃ) আযান দিলেন ও তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, যেভাবে প্রতিদিন আদায় করতেন।[1]
وَعَنْ أَبِي قَتَادَةٌ فِي الْحَدِيثِ الطَّوِيلِ, - فِي نَوْمهُمْ عَنِ الصَّلَاةِ - ثُمَّ أَذَّنَ بِلَالٌ, فَصَلَّى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - كَمَا كَانَ يَصْنَعُ كُلَّ يَوْمٍ. رَوَاهُ مُسْلِمٌ
-
صحيح. رواه مسلم (681) في حديث طويل
وعن ابي قتادة في الحديث الطويل, - في نومهم عن الصلاة - ثم اذن بلال, فصلى رسول الله - صلى الله عليه وسلم - كما كان يصنع كل يوم. رواه مسلم
-
صحيح. رواه مسلم (681) في حديث طويل
[1] মুসলিম ৬৮১।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)